১. র্যাপচার কী?
র্যাপচার শব্দটি বাইবেলের অংশ নয়। এটি এসেছে ল্যাটিন শব্দ “rapio” থেকে, যার অর্থ “বহন করে নিয়ে যাওয়া,” “পরিবহন করা” বা “সুযোগ পেয়ে গ্রহণ করা”। যদিও বাইবেলে এই শব্দটি ব্যবহার করা হয়নি, তবে র্যাপচার ধারণাটি স্পষ্টভাবে শাস্ত্রীয়ভাবে শিক্ষা দেওয়া হয়েছে।
২. র্যাপচারের ধারণা
র্যাপচার এমন একটি ঘটনা, যখন ঈশ্বর মহাকষ্টের সময় পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সমস্ত বিশ্বাসীদের তাঁর কাছে তুলে নেবেন। এটি এমন একটি মহিমাময় মুহূর্ত, যেখানে মন্ডলীর সবাই পাপ থেকে মুক্তি পাবে এবং চিরকালের জন্য ঈশ্বরের সঙ্গে থাকবে।
৩. র্যাপচারের শাস্ত্রীয় ভিত্তি
খ্রীষ্টে পুনরুত্থান ও জীবিত বিশ্বাসীদের তুলে নেওয়া
পৌল র্যাপচার সম্পর্কে বিশেষ শিক্ষা দিয়েছেন। যারা খ্রীষ্টে মৃত্যুবরণ করেছেন, তাদের পুনরুত্থিত করে মহিমাপূর্ণ দেহ দেওয়া হবে। যারা তখন জীবিত থাকবেন, তাদেরও রূপান্তরিত করে আকাশে তুলে নেওয়া হবে।
পৌল বলেন:
“জোর গলার আদেশের সঙ্গে এবং প্রধান দূতের ডাক ও ঈশ্বরের তূরীর ডাকের সঙ্গে প্রভু যীশু নিজেই স্বর্গ থেকে নেমে আসবেন। খ্রীষ্টের সঙ্গে যুক্ত থেকে যারা মারা গেছেন এ সময় তারাই প্রথমে জীবিত হয়ে উঠবেন। তারপরে আমরা যারা জীবিত ও অবশিষ্ট থাকব, আমাদেরও আকাশে প্রভুর সঙ্গে মিলিত হওয়ার জন্য আগে যারা জীবিত হয়ে উঠেছে তাদের সঙ্গে মেঘের মধ্যে তুলে নেওয়া হবে।”
(#১থিষলনীকীয় ৪:১৬-১৭)
৪. র্যাপচার ও দ্বিতীয় আগমনের পার্থক্য
র্যাপচার
• প্রভু মেঘের মধ্যে আসবেন এবং বিশ্বাসীদের তাঁর কাছে নিয়ে যাবেন।
• এটি পৃথিবীর ওপর ঈশ্বরের ন্যায়বিচার শুরু হওয়ার আগে হবে।
দ্বিতীয় আগমন
• প্রভু পৃথিবীতে ফিরে আসবেন এবং জৈতুন পাহাড়ে দাঁড়াবেন।
• এটি হবে ঈশ্বরের শত্রুদের পরাজিত করার একটি ঘটনা।
• (#সখরিয় ১৪:৩-৪)
৫. দেহের রূপান্তর
র্যাপচারের মুহূর্তে সকল বিশ্বাসীর দেহ তাৎক্ষণিকভাবে পরিবর্তিত হবে।
পৌল বলেন:
“এক মুহূর্তের মধ্যে, চোখের পলকে, শেষ তূরীর আওয়াজের সঙ্গে সঙ্গে আমরা বদলে যাব। মৃতেরা জীবিত হয়ে উঠবে এবং আমরা আর কখনও নষ্ট হব না।”
(#১করিন্থীয় ১৫:৫১-৫২)
৬. র্যাপচারের উদ্দেশ্য
র্যাপচার বিশ্বাসীদের জন্য একটি আশাপূর্ণ এবং সান্ত্বনামূলক শিক্ষা। এটি আমাদের স্মরণ করায় যে:
• আমরা পাপ থেকে মুক্ত হব।
• চিরকালের জন্য ঈশ্বরের সঙ্গে বাস করব।
• এটি আমাদের একে অপরকে উৎসাহিত করার আহ্বান জানায়।
পৌল বলেন:
“আমরা এই সব কথা বলে একে অন্যকে সান্ত্বনা দিই।”
(#১থিষলনীকীয় ৪:১৮)
৭. প্রতিশ্রুতি ও প্রস্তুতি
প্রভু যীশু আমাদের জন্য প্রস্তুত করছেন এক মহিমাপূর্ণ গন্তব্য:
“আমার পিতার গৃহে বহু কক্ষ আছে। আমি সেখানে স্থান প্রস্তুত করতে যাচ্ছি। আমি আবার ফিরে আসব এবং তোমাদের নিয়ে যাব।”
(#যোহন ১৪:১-৪)
৮. উপসংহার
র্যাপচার খ্রীষ্টের প্রতি আমাদের প্রত্যাশা ও আস্থার একটি প্রতীক। এটি বিশ্বাসীদের পরিত্রাণের চূড়ান্ত উপলব্ধি এবং ঈশ্বরের মহিমায় অংশীদার হওয়ার আহ্বান। আমাদের হৃদয় প্রস্তুত থাকা উচিত এই মহিমাময় দিনের জন্য।
Comments